অনলাইন ডেস্ক
আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।
সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।
আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।
সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২২ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫