ক্রীড়া ডেস্ক
বেশ কয়েকটি কারণে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে অসন্তোষ অবস্থা বিরাজ করছে। লম্বা ছুটি শেষে ক্যাম্পে ফিরলেও তাদের অনেকেই স্বস্তিতে নেই। একে তো অক্টোবরের পর থেকে বাফুফের চুক্তিতে নেই সাবিনারা। তার ওপর বিদেশি লিগে ডাক পাওয়া দুজন খেলোয়াড়কে ছাড়পত্র দেয়নি ফুটবল ফেডারেশন। এ ছাড়া বাফুফের ঘোষিত বোনাসও হাতে পায়নি মেয়েরা। এমন সব বিষয় নিয়ে হতাশার মাঝে এবার অনুশীলন বর্জনের ডাক তাদের।
যদিও একটি সূত্র বলছে, নারী দলের বিদেশি কোচ পিটার বাটলারকে ডাগআউটে দেখতে চায় না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। যেটা অবশ্য নতুন নয়। এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। তারপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।
জানা গেছে, সিংহভাগ ফুটবলারই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিফেন্ডার আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা সাফ জেতার পর এটা (চুক্তি) নিয়ে আশায় ছিলাম। ভাবছিলাম তারা (বাফুফে) দ্রুত আমাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করবে। কিন্তু অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছি না। এটা কী ঠিক হলো বলেন।’
আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই দুটি ম্যাচ ও জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এত দিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এখন থেকে পিটার বাটলার তাদের অনুশীলন করাবেন। কিন্তু বাটলার আসার পর মঙ্গলবার তাঁর অধীনে অনুশীলনে অংশ নেননি কয়েকজন সিনিয়র ফুটবলার। আজ পুরো নারী ফুটবল দলই অনুশীলনই বর্জন করল।
বেশ কয়েকটি কারণে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে অসন্তোষ অবস্থা বিরাজ করছে। লম্বা ছুটি শেষে ক্যাম্পে ফিরলেও তাদের অনেকেই স্বস্তিতে নেই। একে তো অক্টোবরের পর থেকে বাফুফের চুক্তিতে নেই সাবিনারা। তার ওপর বিদেশি লিগে ডাক পাওয়া দুজন খেলোয়াড়কে ছাড়পত্র দেয়নি ফুটবল ফেডারেশন। এ ছাড়া বাফুফের ঘোষিত বোনাসও হাতে পায়নি মেয়েরা। এমন সব বিষয় নিয়ে হতাশার মাঝে এবার অনুশীলন বর্জনের ডাক তাদের।
যদিও একটি সূত্র বলছে, নারী দলের বিদেশি কোচ পিটার বাটলারকে ডাগআউটে দেখতে চায় না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। যেটা অবশ্য নতুন নয়। এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। তারপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।
জানা গেছে, সিংহভাগ ফুটবলারই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিফেন্ডার আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা সাফ জেতার পর এটা (চুক্তি) নিয়ে আশায় ছিলাম। ভাবছিলাম তারা (বাফুফে) দ্রুত আমাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করবে। কিন্তু অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছি না। এটা কী ঠিক হলো বলেন।’
আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই দুটি ম্যাচ ও জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এত দিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এখন থেকে পিটার বাটলার তাদের অনুশীলন করাবেন। কিন্তু বাটলার আসার পর মঙ্গলবার তাঁর অধীনে অনুশীলনে অংশ নেননি কয়েকজন সিনিয়র ফুটবলার। আজ পুরো নারী ফুটবল দলই অনুশীলনই বর্জন করল।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২২ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫