ক্রীড়া ডেস্ক
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’
ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’
ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪