হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

অনলাইন ডেস্ক
Thumbnail image
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাই বর্ষিত কান্দুলা। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলা চেষ্টার দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন গ্রিনকার্ডধারীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৩ সালের ২২ মে এই ঘটনাটি ঘটে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সাই বর্ষিত কান্দুলা (২০) নামের এই ব্যক্তির আক্রমণের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শ পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই–এর প্রতিবেদন থেকে জানা গেছে, সাই বর্ষিত কান্দুলার জন্ম ভারতের চন্দননগরে। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী।

২০২৪ সালের ১৩ মে আদালতে কান্দুয়া তাঁর অপরাধ স্বীকার করেন। এরপর ওয়াশিংটন ডিসির জেলা আদালতের বিচারক ডাবনি এল ফ্রেড্রিক তাঁকে আট বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন বছর পর্যবেক্ষণে থাকার আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত কান্দুলা ২০২৩ সালের ২২ মে বিকেলে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে একমুখী টিকিট কাটেন। তিনি বিকেল ৫টা ২০ মিনিটে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ৬টা ৩০ মিনিটে একটি ট্রাক ভাড়া করেন।

যাত্রাপথে কান্দুয়া খাবার ও জ্বালানি সংগ্রহ করেন। রাত ৯টা ৩৫ মিনিটে ট্রাক নিয়ে ওয়াশিংটন ডিসির এইচ স্ট্রিট ও ১৬ নম্বর স্ট্রিটের মাঝামাঝি অবস্থিত হোয়াইট হাউসের একটি নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দেন। প্রথমবার ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পেছনে নিয়ে আসেন। এরপর আবার ধাক্কা দেন।

দ্বিতীয়বারের ধাক্কায় ট্রাকটি অকেজো হয়ে যায় এবং ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর ট্রাক থেকে নেমে কান্দুলা একটি লাল–সাদা রঙের নাৎসি (স্বস্তিকা অঙ্কিত) পতাকা বের করে ওড়াতে থাকেন।

যুক্তরাষ্ট্রের পার্ক পুলিশ এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকেই কান্দুলাকে গ্রেপ্তার করেন।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, কান্দুলার উদ্দেশ্য ছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে নাৎসি আদর্শে চালিত একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা এবং নিজেকে ক্ষমতায় বসানো। এ জন্য তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট (জো বাইডেন)–সহ অন্যদের হত্যা করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন।

এই হামলার ফলে ন্যাশনাল পার্ক সার্ভিসের ৪ হাজার ৩২২ ডলারের ক্ষতি হয়। আদালত কান্দুলাকে ৮ বছর কারাদণ্ডের পাশাপাশি এই পরিমাণ অর্থ ক্ষতিপূরণও দেওয়ার আদেশ দিয়েছেন।

পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কান্দুলা কয়েক সপ্তাহ ধরে এ হামলার পরিকল্পনা করছিলেন। তিনি ভার্জিনিয়ার একটি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২৫ জন সশস্ত্র ব্যক্তিসহ একটি সাঁজোয়া কনভয় ভাড়া করার চেষ্টা করেছিলেন। এর আগে ২০২৩ সালের মে মাসেও কান্দুলা এমন একটি হামলার চেষ্টা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত