শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ২২ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জসিম (৩৫) নামে আরও একজনকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে টিপুর সমর্থকেরা জসিম ও মিলনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিলনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিল। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে মিলন ও জসিমকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যান।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকেরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাতে জখম করে। এ সময় জসিম নামে আমার এক সমর্থক নিহত হয় এবং মিলনের অবস্থাও আশঙ্কাজনক।’
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর মোবাইলে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা একজনকে আটক করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে হারান মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। ওই দিন সন্ধ্যায় মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় ২২ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জসিম (৩৫) নামে আরও একজনকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে টিপুর সমর্থকেরা জসিম ও মিলনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিলনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিল। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে মিলন ও জসিমকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যান।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকেরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাতে জখম করে। এ সময় জসিম নামে আমার এক সমর্থক নিহত হয় এবং মিলনের অবস্থাও আশঙ্কাজনক।’
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর মোবাইলে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা একজনকে আটক করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে হারান মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। ওই দিন সন্ধ্যায় মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে