দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
Thumbnail image
যৌথ অভিযানে উদ্ধার হওয়া টাকা ও ইয়াবা।

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ সময় লিয়াকতের বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়।

এ বিষয়ে জানতে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা বিএনপির সদস্যসচিব শহীদ সরকার মঙ্গল জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবগত নন। তিনি বলেন, ‘যদি এমন হয়ে থাকে, তবে আমরা তাঁকে বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৯ লাখ ৬৭ হাজার টাকা ও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী, সন্তানকে আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। আজকেই আসামিদের কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত