দরবার থেকে দুটি হরিণ উদ্ধার, পীরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২১, ১৫: ৫৭

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার কল্যাণপুরে অবস্থিত সৈয়দ তাছেরের দরবারে অবৈধভাবে রাখা দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় হরিণটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টায় বন বিভাগের কর্মকর্তা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ও দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের নেতৃত্বদানকারী বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কল্যাণপুর দরবার শরিফের ভেতরে অবৈধভাবে দুটি হরিণ রাখা আছে। পরে অভিযান চালিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় দরবার শরিফ থেকে শের খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১৭ অনুযায়ী দরবারের পীর তাছের উদ্দীনের নামেও একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ওই দরবারটির একজন স্বেচ্ছাসেবককে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট অনেকেই পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত