কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকাকে হত্যার ঘটনায় পুলিশের কাছে দায় স্বীকার করলেও আদালতে জবানবন্দি দেননি অভিযুক্ত ভাগনে নওরোজ কবির নিশাত (১৯)। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আদালতে নেওয়া হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পরে আজ বুধবার পুলিশ তাঁর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান।
এর আগে সোমবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের বাসা থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভাগনে নিশানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। রাত ১১টায় থানায় মামলার পর নিশানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর ওই দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর হত্যার দায় শিকার ও ঘটনার বর্ণনা দেন নিশান। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় আসামি নওরোজ কবির নিশাতকে গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। সেখানে নিশাত কয়েক ঘণ্টা বসে থেকে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠান। তবে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন হয়েছে।
উল্লেখ্য, জুয়া খেলায় বাধা দেওয়ায় গত সোমবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শীল দিয়ে মাথায় আঘাত করে রোকশানা খানম রুনাকে হত্যা করেন তাঁর ভাইয়ে ছেলে নওরোজ কবির নিশাত। রোকশানা কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষিকা ছিলেন।
কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকাকে হত্যার ঘটনায় পুলিশের কাছে দায় স্বীকার করলেও আদালতে জবানবন্দি দেননি অভিযুক্ত ভাগনে নওরোজ কবির নিশাত (১৯)। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আদালতে নেওয়া হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পরে আজ বুধবার পুলিশ তাঁর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান।
এর আগে সোমবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের বাসা থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভাগনে নিশানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। রাত ১১টায় থানায় মামলার পর নিশানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর ওই দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর হত্যার দায় শিকার ও ঘটনার বর্ণনা দেন নিশান। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় আসামি নওরোজ কবির নিশাতকে গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। সেখানে নিশাত কয়েক ঘণ্টা বসে থেকে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠান। তবে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন হয়েছে।
উল্লেখ্য, জুয়া খেলায় বাধা দেওয়ায় গত সোমবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শীল দিয়ে মাথায় আঘাত করে রোকশানা খানম রুনাকে হত্যা করেন তাঁর ভাইয়ে ছেলে নওরোজ কবির নিশাত। রোকশানা কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষিকা ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে