প্রতিনিধি
কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় একটি ভাড়া বাসায় দুর্বৃত্তের গুলিতে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কাস্টমস মোড়ের এক বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার নিচে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
নিহতরা হলেন আসমা খাতুন (২৫) ও তাঁর শিশুসন্তান রবিন (৭) এবং অপরজন সাকিল খান (২৮)। সাকিলের বাড়ি কুমারখালী উপজেলার চাপড়ার কারগরপাড়ায়। নিহত আসমা ওই বাসায় ভাড়া থাকতেন। সাকিলের সঙ্গে তাঁর কী সম্পর্ক তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টায় এক যুবক বাসার নিচে শিশুর ওপর গুলি চালায়। এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় ওই যুবক। এরপর দুটি গুলির শব্দ পাওয়া যায়।
পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বলেন, গুলি করা যুবক নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন তাঁরা। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে। আটক যুবকের সঙ্গে নিহত নারীর পরকীয়া ছিল। সেই বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, পুরো তথ্য পেলে প্রেস ব্রিফিং করে জানানো হবে।
কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় একটি ভাড়া বাসায় দুর্বৃত্তের গুলিতে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কাস্টমস মোড়ের এক বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার নিচে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
নিহতরা হলেন আসমা খাতুন (২৫) ও তাঁর শিশুসন্তান রবিন (৭) এবং অপরজন সাকিল খান (২৮)। সাকিলের বাড়ি কুমারখালী উপজেলার চাপড়ার কারগরপাড়ায়। নিহত আসমা ওই বাসায় ভাড়া থাকতেন। সাকিলের সঙ্গে তাঁর কী সম্পর্ক তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টায় এক যুবক বাসার নিচে শিশুর ওপর গুলি চালায়। এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় ওই যুবক। এরপর দুটি গুলির শব্দ পাওয়া যায়।
পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বলেন, গুলি করা যুবক নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন তাঁরা। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে। আটক যুবকের সঙ্গে নিহত নারীর পরকীয়া ছিল। সেই বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, পুরো তথ্য পেলে প্রেস ব্রিফিং করে জানানো হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২ দিন আগেরাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২২ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২২ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৩ দিন আগে