বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
Thumbnail image
সাগরদাঁড়িতে শুরু হচ্ছে মধুমেলা। ছবি: আজকের পত্রিকা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

আগামীকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক ও মেলা উদ্‌যাপন কমিটির সভাপতি আজাহারুল ইসলাম।

মধুমেলা উপলক্ষে কপোতাক্ষ নদ পারের সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবারের মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা থাকবে। পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনী ও মৃত্যুকূপ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া কুটিরশিল্পসহ গ্রামীণ পসরা ও কৃষিমেলা থাকছে। মহাকবি মাইকেল ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন মারা যান।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘কবির জন্মবার্ষিকী ও মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছর মানুষের ভিড়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বিকল্প একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত