Ajker Patrika

দর্শনায় একের পর এক বোমার মতো বস্তু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
এক মাসের ব্যবধানে দর্শনায় আরেক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পেল স্থানীয়রা। দর্শনা থানায় খবর দিলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। ছবি: আজকের পত্রিকা
এক মাসের ব্যবধানে দর্শনায় আরেক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পেল স্থানীয়রা। দর্শনা থানায় খবর দিলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে দর্শনা থানায় খবর দেওয়া হলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘শুক্রবার সকালে সাধারণ মানুষ ওই এলাকায় একটি সাদা পলিথিনের ব্যাগে কাঠের গুঁড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা আমাদের জানালে এলাকাটি আমরা ঘিরে রেখেছি। উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে বোমা নাকি ককটেল।’

উল্লেখ্য, দর্শনা চিনিকল এলাকা থেকে গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আলাদা ঘটনায় ৬টি বোমা উদ্ধার করা হয়। এর এক দিনের ব্যবধানে ১৮ ফেব্রুয়ারি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আরও ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। রাজশাহী র‍্যাব-৫ ইউনিট এবং যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। ওই ঘটনায় দর্শনা চিনিকল কর্তৃপক্ষ দুটি মামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত