জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি সোনার বার জব্দ করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত চায়না খাতুন উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের স্ত্রী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল হান্নানের বাড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু সোনা মজুত রাখা হয়েছে। এ খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুন্না বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার-ফোর্স নিয়ে গতকাল রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ৬টি সোনার বার উদ্ধার করি।
অফিসার ইনচার্জ আরও বলেন, এ সময় চায়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আব্দুল হান্নান পুলিশের আনাগোনা টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৫০ টাকা। এ ঘটনার জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে চায়না খাতুনকে আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি সোনার বার জব্দ করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত চায়না খাতুন উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের স্ত্রী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল হান্নানের বাড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু সোনা মজুত রাখা হয়েছে। এ খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুন্না বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার-ফোর্স নিয়ে গতকাল রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ৬টি সোনার বার উদ্ধার করি।
অফিসার ইনচার্জ আরও বলেন, এ সময় চায়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আব্দুল হান্নান পুলিশের আনাগোনা টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৫০ টাকা। এ ঘটনার জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে চায়না খাতুনকে আদালতে সোপর্দ করা হয়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে