ইবি প্রতিনিধি
মাগুরার শিশু হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করে তাঁরা।
প্রতিবাদী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোনো শাস্তির রেকর্ড না থাকাটা শিশুটির মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ কাজ করার দুঃসাহস না দেখায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার অন্যতম সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘শিশুটির মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা করছেনটা কী? আগের সরকারের আমলে না হয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাঁচানো হতো, কিন্তু আপনার কী করছেন?’
তিনি আরও বলেন, ‘আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ছয় মাসের আইনের কথা শুনতে চায় না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। আজ আমার বোনের (শিশুটি) জন্য দাঁড়াতে হয়েছে, কাল আরেকজন বোনের জন্য দাঁড়াতে হবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর না ঘটে।’
মাগুরার শিশু হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা করে তাঁরা।
প্রতিবাদী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোনো শাস্তির রেকর্ড না থাকাটা শিশুটির মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ কাজ করার দুঃসাহস না দেখায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার অন্যতম সহসমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘শিশুটির মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা করছেনটা কী? আগের সরকারের আমলে না হয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাঁচানো হতো, কিন্তু আপনার কী করছেন?’
তিনি আরও বলেন, ‘আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ছয় মাসের আইনের কথা শুনতে চায় না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। আজ আমার বোনের (শিশুটি) জন্য দাঁড়াতে হয়েছে, কাল আরেকজন বোনের জন্য দাঁড়াতে হবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর না ঘটে।’
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৬ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫