ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কয়েকজন শিক্ষার্থী হাফ ভাড়ার পাস ছাড়া এসবি পরিবহনের বাসে উঠলে সুপারভাইজার তাঁদের নেমে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের সহপাঠীদের ফোন দিলে প্রধান ফটকের সামনে একটি কোম্পানির দুটি বাস আটকের পর একটি ছেড়ে দেওয়া হয়। বাস আটকের সময় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন। পরে মোস্তাফিজুরের বন্ধুরা আটক বাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কেরা বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন।
সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘একদল শিক্ষার্থী হঠাৎ বাসের ওপর ইট ছুড়তে থাকে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে সিকিউরিটি সেলের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।’
এ বিষয়ে ইবির প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কয়েকজন শিক্ষার্থী হাফ ভাড়ার পাস ছাড়া এসবি পরিবহনের বাসে উঠলে সুপারভাইজার তাঁদের নেমে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের সহপাঠীদের ফোন দিলে প্রধান ফটকের সামনে একটি কোম্পানির দুটি বাস আটকের পর একটি ছেড়ে দেওয়া হয়। বাস আটকের সময় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন। পরে মোস্তাফিজুরের বন্ধুরা আটক বাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কেরা বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন।
সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘একদল শিক্ষার্থী হঠাৎ বাসের ওপর ইট ছুড়তে থাকে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে সিকিউরিটি সেলের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।’
এ বিষয়ে ইবির প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪