ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় লোকমান হোসেন (৩৬) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গলির একটি তেল মিলের পাশের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লোকমানের স্ত্রী জিন্নাত আরা টুম্পা তাঁর স্বামীর পরিচয় নিশ্চিত করেন। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বরিশাল গ্রামের সাইদুরের ছেলে তিনি। রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুষ্টিয়া চৌড়হাসমোড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন লোকমান।
এর আগে গত সোমবার দুপুরে ভেড়ামারার স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যারের সামনে থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভেড়ামারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুলের গলির একটি তেল মিলের পাশের ড্রেন ও আবর্জনার স্তূপে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয় দোকানদারেরা। পরে খবর পেয়ে সকাল ১০টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহত ব্যক্তির স্ত্রী স্বামীর মরদেহ শনাক্ত করেন। কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় ১৩ বছর ধরে বসবাস করছেন তিনি।
জিন্নাত আরা টুম্পা বলেন, ‘আমার স্বামী রক্সি পেইন্ট কোম্পানির টেরিটোরিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত সোমবার কোম্পানির প্রয়োজনীয় কাজ ও টাকা কালেকশন করতে বের হয়। দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা বাজারের স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যার থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা থেকে লোকমানের মোবাইল নম্বর বন্ধ পাই। পরে দর্পণ হার্ডওয়্যারের মালিকের ছেলে মো. র্যাভেনকে ফোন করি। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সে এখান থেকে চলে গেছে।’
এদিকে সকাল থেকেই দর্পন হার্ডওয়্যারের দোকান বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে দর্পণ হার্ডওয়্যারের মালিক মো. দর্পনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ স্কুল গলির ড্রেনের পাশ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া ভেড়ামারায় লোকমান হোসেন (৩৬) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গলির একটি তেল মিলের পাশের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লোকমানের স্ত্রী জিন্নাত আরা টুম্পা তাঁর স্বামীর পরিচয় নিশ্চিত করেন। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বরিশাল গ্রামের সাইদুরের ছেলে তিনি। রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুষ্টিয়া চৌড়হাসমোড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন লোকমান।
এর আগে গত সোমবার দুপুরে ভেড়ামারার স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যারের সামনে থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভেড়ামারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুলের গলির একটি তেল মিলের পাশের ড্রেন ও আবর্জনার স্তূপে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয় দোকানদারেরা। পরে খবর পেয়ে সকাল ১০টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহত ব্যক্তির স্ত্রী স্বামীর মরদেহ শনাক্ত করেন। কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় ১৩ বছর ধরে বসবাস করছেন তিনি।
জিন্নাত আরা টুম্পা বলেন, ‘আমার স্বামী রক্সি পেইন্ট কোম্পানির টেরিটোরিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত সোমবার কোম্পানির প্রয়োজনীয় কাজ ও টাকা কালেকশন করতে বের হয়। দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা বাজারের স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যার থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা থেকে লোকমানের মোবাইল নম্বর বন্ধ পাই। পরে দর্পণ হার্ডওয়্যারের মালিকের ছেলে মো. র্যাভেনকে ফোন করি। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সে এখান থেকে চলে গেছে।’
এদিকে সকাল থেকেই দর্পন হার্ডওয়্যারের দোকান বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে দর্পণ হার্ডওয়্যারের মালিক মো. দর্পনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ স্কুল গলির ড্রেনের পাশ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে