মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধিমোংলা প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২: ১১
Thumbnail image
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন চালক দিদার মোল্লা (২৫) ও রোকন উদ্দিন খোকন (৬০)। আহতেরা হলেন ওয়াহেদ মল্লিক (৪০), মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)। আহতদের মধ্যে ওয়াহেদ মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, তাঁরা পেশায় ধান কাটা শ্রমিক। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। পারিশ্রমিক বাবদ তাঁরা ৭১ বস্তা ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন আজকের পত্রিকাকে বলেন, ভোরে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন মৃত এবং তিনজন বেশ আহত ছিল। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত