অনলাইন ডেস্ক
অবৈধভাবে বসবাস, কাজ ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছে এমন প্রায় ১৭ হাজার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি। ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত অঞ্চলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ হাজার ৬৩৮ জনের মধ্যে ৫ হাজার ৮০০ জন অবৈধভাবে সৌদিতে অবস্থান করছিলেন। শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ১ হাজার ৪৫৫ এবং ৯ হাজার ৩৮৩ জন।
প্রতিবেদনে অনুযায়ী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের সময় ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৫ শতাংশ ইয়েমেনের, ৪৩ শতাংশ ইথিওপিয়ার এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সঙ্গে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করায় ১৯ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১১ জনকে।
পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়ম লঙ্ঘনকারীদের প্রবেশে সহযোগিতা, পরিবহনে সহযোগিতা, আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তাকারীকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা ও সহায়তায় ব্যবহৃত পরিবহন বা বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
অবৈধভাবে বসবাস, কাজ ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছে এমন প্রায় ১৭ হাজার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি। ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত অঞ্চলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ হাজার ৬৩৮ জনের মধ্যে ৫ হাজার ৮০০ জন অবৈধভাবে সৌদিতে অবস্থান করছিলেন। শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ১ হাজার ৪৫৫ এবং ৯ হাজার ৩৮৩ জন।
প্রতিবেদনে অনুযায়ী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের সময় ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৫ শতাংশ ইয়েমেনের, ৪৩ শতাংশ ইথিওপিয়ার এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সঙ্গে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করায় ১৯ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১১ জনকে।
পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়ম লঙ্ঘনকারীদের প্রবেশে সহযোগিতা, পরিবহনে সহযোগিতা, আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তাকারীকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা ও সহায়তায় ব্যবহৃত পরিবহন বা বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে