ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করাসহ শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা আক্তার উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর জাহীনুর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাহীনুরের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
আজ দুপুরে স্বামীর বসতঘরে আয়শা আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি জাহানারা বেগম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত আয়শা আক্তারের শাশুড়ি জাহানারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করাসহ শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা আক্তার উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর জাহীনুর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাহীনুরের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
আজ দুপুরে স্বামীর বসতঘরে আয়শা আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি জাহানারা বেগম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত আয়শা আক্তারের শাশুড়ি জাহানারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪