ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image
ডাকাতির পর ঘরের ভেতর এলোমেলো আসবাব। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপড়বাড়ী গ্রামের ফাজিল মাদ্রাসার প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে (মঙ্গলবার) একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির মালিককে বেঁধে ও বাড়ির অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে। তারপর সায়েরা নামে এক শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আজ বুধবার সকালে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক মোজাহিদুর রহমান সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মুখ চোখ বেঁধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে। এরপর এক শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘণ্টাখানেক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন এবং স্বর্ণালংকারসহ সব টাকাপয়সা ও অন্য মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় থানা-পুলিশের কাছে মামলা-মোকদ্দমা না করতেও হুমকি দেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত