ময়মনসিংহ প্রতিনিধি
অপহরণের ছয় দিন পার হতে চললেও ময়মনসিংহের আয়না ব্যবসায়ী ছফর উল্লাহ বাবুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। গত রোববার রাতে স্বদেশী বাজারের কাচের দোকান থেকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পরদিন বাবুর স্ত্রী হেনা আক্তার বাদী হয়ে শেফালী আক্তার ও বজলুর রহমান চৌধুরী বাবুল নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপহরণের শিকার ছফর উল্লাহ বাবু মহানগরীর জেসিগুহ রোড এলাকার বাসিন্দা মৃত উলফত উল্লাহ কমিশনারের ছেলে। তিনি নগরীর স্বদেশী বাজারের মহল নামের কাচের দোকানের মালিক।
নিখোঁজ বাবুর স্ত্রী হেনা আক্তার বলেন, আসামি শেফালী ও বাবুল তাঁদের ভাড়াটিয়া ছিলেন। অনেক দিন যাবৎ তাঁরা ভাড়া দিচ্ছিলেন না। এ নিয়ে বাবুর সঙ্গে শেফালী ও বাবুলের বিরোধ চলে আসছিল। ভাড়ার টাকার জন্য চাপ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে কাচের দোকানের গুদামে আগুন লেগেছে বলে বাবুকে জানায়। পরে বাবু তাঁর দোকানে যায় এবং এরপর থেকেই বাবু নিখোঁজ।
বাবুর স্ত্রী আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরও অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে শেফালী ও বাবুল পালিয়েছে।’ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাঁর স্বামীকে উদ্ধার করতে পুলিশ সুপারের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে আগে থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে।’
অপহরণের ছয় দিন পার হতে চললেও ময়মনসিংহের আয়না ব্যবসায়ী ছফর উল্লাহ বাবুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। গত রোববার রাতে স্বদেশী বাজারের কাচের দোকান থেকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পরদিন বাবুর স্ত্রী হেনা আক্তার বাদী হয়ে শেফালী আক্তার ও বজলুর রহমান চৌধুরী বাবুল নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপহরণের শিকার ছফর উল্লাহ বাবু মহানগরীর জেসিগুহ রোড এলাকার বাসিন্দা মৃত উলফত উল্লাহ কমিশনারের ছেলে। তিনি নগরীর স্বদেশী বাজারের মহল নামের কাচের দোকানের মালিক।
নিখোঁজ বাবুর স্ত্রী হেনা আক্তার বলেন, আসামি শেফালী ও বাবুল তাঁদের ভাড়াটিয়া ছিলেন। অনেক দিন যাবৎ তাঁরা ভাড়া দিচ্ছিলেন না। এ নিয়ে বাবুর সঙ্গে শেফালী ও বাবুলের বিরোধ চলে আসছিল। ভাড়ার টাকার জন্য চাপ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে কাচের দোকানের গুদামে আগুন লেগেছে বলে বাবুকে জানায়। পরে বাবু তাঁর দোকানে যায় এবং এরপর থেকেই বাবু নিখোঁজ।
বাবুর স্ত্রী আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরও অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে শেফালী ও বাবুল পালিয়েছে।’ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাঁর স্বামীকে উদ্ধার করতে পুলিশ সুপারের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে আগে থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে