নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নিজেকে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো বা অন্য কোনো দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবেই নানা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। অবশেষে মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকার ও চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। ইতিমধ্যে জেলার অনেক বেকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মুরাদকে গ্রেপ্তার করতে তৎপর ছিল। এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় হাতিয়ে নেন ৬ লাখ টাকা। ওই ভুক্তভোগী শ্রীবরদী থানায় মামলা করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ীতে একইভাবে প্রতারণা করতে এলে থানার পুলিশ তাঁকে আটক করে এবং পরে শ্রীবরদীর মামলায় গ্রেপ্তার দেখায়।
নিজেকে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো বা অন্য কোনো দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবেই নানা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। অবশেষে মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকার ও চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। ইতিমধ্যে জেলার অনেক বেকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মুরাদকে গ্রেপ্তার করতে তৎপর ছিল। এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় হাতিয়ে নেন ৬ লাখ টাকা। ওই ভুক্তভোগী শ্রীবরদী থানায় মামলা করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ীতে একইভাবে প্রতারণা করতে এলে থানার পুলিশ তাঁকে আটক করে এবং পরে শ্রীবরদীর মামলায় গ্রেপ্তার দেখায়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে