প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)
ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করেন শাহজাহান মিয়া (৩২)। আহত অবস্থায় জেসমিন আক্তার জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে যান। স্ত্রীকে হত্যা করতে না পেরে পাঁচ মাস বয়সী শিশুকে হত্যা করেন শাহজাহান মিয়া (৩২)। এমনকি আত্মহত্যা করতে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামে ঘটনাটি ঘটে। শাহাজাহান মিয়া উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। মৃত শিশুর নাম শরীফ মিয়া।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশু শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরেই মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরি ধার দিতেন। ঘটনার দিন কোন দুর্ঘটনা ঘটতে পারে এমন সন্দেহ থেকে স্ত্রী জেসমিন আক্তার শাহজাহান মিয়াকে ঘরে আটকে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়া প্রথমে তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে ছুরিকাঘাত করে। জেসমিন ঘর থেকে পালিয়ে যায়। এরই মাঝে ঘরে থাকা পাঁচ মাসের শিশু সন্তানকে জবাই করে হত্যা করে নিজের শরীরে নিজেই ছুরি দিয়ে আঘাত করে।
ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করেন শাহজাহান মিয়া (৩২)। আহত অবস্থায় জেসমিন আক্তার জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে যান। স্ত্রীকে হত্যা করতে না পেরে পাঁচ মাস বয়সী শিশুকে হত্যা করেন শাহজাহান মিয়া (৩২)। এমনকি আত্মহত্যা করতে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামে ঘটনাটি ঘটে। শাহাজাহান মিয়া উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। মৃত শিশুর নাম শরীফ মিয়া।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশু শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরেই মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরি ধার দিতেন। ঘটনার দিন কোন দুর্ঘটনা ঘটতে পারে এমন সন্দেহ থেকে স্ত্রী জেসমিন আক্তার শাহজাহান মিয়াকে ঘরে আটকে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়া প্রথমে তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে ছুরিকাঘাত করে। জেসমিন ঘর থেকে পালিয়ে যায়। এরই মাঝে ঘরে থাকা পাঁচ মাসের শিশু সন্তানকে জবাই করে হত্যা করে নিজের শরীরে নিজেই ছুরি দিয়ে আঘাত করে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪