ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image
ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন। ছবি: আজকের পত্রিকা

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরীর যানজট নিয়ন্ত্রণে ছয়টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল করেনি।

এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমবে। এটি অব্যাহত থাকলে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।

গাঙ্গিনারপাড় এলাকার সোহরাব হাসান বলেন, ‘আজকে সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল করছে না। এতে চলাচলে অনেকটা স্বস্তি মিললেও ভাড়া বেড়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়।’

তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।

ইজিবাইকচালক রবিউল ইসলাম বলেন, ‘রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত