ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের সেই ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। লঘুদণ্ডে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত ও তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৩ মে (বুধবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত এক আদেশে শাস্তি ও চাকরিতে বহাল করা হয়।
আদেশে জানানো হয়, মোসাম্মৎ নাছরীন সুলতানার ঘুষ গ্রহণের ঘটনাটির ভিডিও ফুটেজ ছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগকারী পাওয়া যায়নি। সমস্ত কাগজপত্র এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আনীত ঘুষ গ্রহণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু অভিযুক্ত ভিডিও ফুটেজে তাঁর কথোপকথন এবং প্রচারিত ভিডিও ফুটেজে অভিযুক্ত কথিত ভূমি উন্নয়ন করের টাকা একজন সেবাপ্রার্থীর সামনে যেভাবে বাতাসে দোলাচ্ছিল, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তাঁর এই আচরণের চিত্র অসদাচরণের শামিল। অভিযুক্তের যেভাবে দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করা এবং দলিলাদি সংরক্ষণের চিত্র ফুটে উঠেছে, তাতে অভিযুক্তের অদক্ষতা ও অসদাচরণের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই লঘুদণ্ড হিসেবে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এবং তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে।
ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বিভাগীয় মামলাটি নিষ্পত্তি হওয়ায় বিধি মোতাবেক গত ১৪ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা ওই উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন।’
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় ময়মনসিংহের সিনিয়র সহকারী কমিশনার দিলরুবা ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তাঁর দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদেশ জারি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক।
ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের সেই ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। লঘুদণ্ডে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত ও তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৩ মে (বুধবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত এক আদেশে শাস্তি ও চাকরিতে বহাল করা হয়।
আদেশে জানানো হয়, মোসাম্মৎ নাছরীন সুলতানার ঘুষ গ্রহণের ঘটনাটির ভিডিও ফুটেজ ছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগকারী পাওয়া যায়নি। সমস্ত কাগজপত্র এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আনীত ঘুষ গ্রহণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু অভিযুক্ত ভিডিও ফুটেজে তাঁর কথোপকথন এবং প্রচারিত ভিডিও ফুটেজে অভিযুক্ত কথিত ভূমি উন্নয়ন করের টাকা একজন সেবাপ্রার্থীর সামনে যেভাবে বাতাসে দোলাচ্ছিল, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তাঁর এই আচরণের চিত্র অসদাচরণের শামিল। অভিযুক্তের যেভাবে দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করা এবং দলিলাদি সংরক্ষণের চিত্র ফুটে উঠেছে, তাতে অভিযুক্তের অদক্ষতা ও অসদাচরণের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই লঘুদণ্ড হিসেবে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এবং তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে।
ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বিভাগীয় মামলাটি নিষ্পত্তি হওয়ায় বিধি মোতাবেক গত ১৪ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা ওই উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন।’
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় ময়মনসিংহের সিনিয়র সহকারী কমিশনার দিলরুবা ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তাঁর দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদেশ জারি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে