ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের পরানগঞ্জে দুজনকে অপহরণকালে ৪ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ সোমবার সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাড়ি চালক মো. হাসান (২৬), খন্দকার ওয়াহেদ আমজাদ (২৫), ইতিক হাসান (১৯) ও মোখলেছুর রহমান (৪৫)। মোখলেছুর রহমান জামালপুরের সরিষাবাড়ীর চাঁনপুর এলাকার বাসিন্দা। বাকি তিনজন ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা।
ভিকটিমের হলেন, বোরোচর ইউনিয়নের বাড়তিপাড়ার খাইরুল ইসলাম ও আরেকজনের পরিচয় পাওয়া হয়নি।
এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, গাড়ি চালক ভাসানের সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। তবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। হাসান আমাকে মোবাইল করে ডেকে এনে আলাপ আছে বলে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরেকজনকে নিয়ে উঠলে হাসানের সঙ্গে সঙ্গে থাকা আরও তিনজন আমাদের দুজনের পেটে চাকু ধরেন। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন। তখন তাঁরা র্যাব পরিচয় দিলে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে পুলিশ ও র্যাবের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, তাঁরা একটি সংঘবদ্ধ অপহরণ দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল রাত ১১টার দিকে পরাণগঞ্জ বাজার থেকে দুজনকে অপহরণ করে আনার সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে গণধোলাই দিয়ে র্যাবের হাতে তুলে দেয়। পরে আজ সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব।
শাহ কামাল আকন্দ আরও বলেন, ময়মনসিংহের আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করতেন তাঁরা। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় জাকিরুলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের পরানগঞ্জে দুজনকে অপহরণকালে ৪ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ সোমবার সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাড়ি চালক মো. হাসান (২৬), খন্দকার ওয়াহেদ আমজাদ (২৫), ইতিক হাসান (১৯) ও মোখলেছুর রহমান (৪৫)। মোখলেছুর রহমান জামালপুরের সরিষাবাড়ীর চাঁনপুর এলাকার বাসিন্দা। বাকি তিনজন ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা।
ভিকটিমের হলেন, বোরোচর ইউনিয়নের বাড়তিপাড়ার খাইরুল ইসলাম ও আরেকজনের পরিচয় পাওয়া হয়নি।
এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, গাড়ি চালক ভাসানের সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। তবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। হাসান আমাকে মোবাইল করে ডেকে এনে আলাপ আছে বলে গাড়িতে উঠতে বলেন। গাড়িতে আরেকজনকে নিয়ে উঠলে হাসানের সঙ্গে সঙ্গে থাকা আরও তিনজন আমাদের দুজনের পেটে চাকু ধরেন। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন। তখন তাঁরা র্যাব পরিচয় দিলে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে পুলিশ ও র্যাবের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, তাঁরা একটি সংঘবদ্ধ অপহরণ দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল রাত ১১টার দিকে পরাণগঞ্জ বাজার থেকে দুজনকে অপহরণ করে আনার সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে গণধোলাই দিয়ে র্যাবের হাতে তুলে দেয়। পরে আজ সকালে তাঁদের কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব।
শাহ কামাল আকন্দ আরও বলেন, ময়মনসিংহের আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করতেন তাঁরা। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় জাকিরুলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে