শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চোরাচালান আইনের মামলায় জামিনে বেরিয়ে ১৪ বছর পলাতক ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ তাঁকে শেরপুর থানায় হেফাজতে নিয়ে আসে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে মেহেরপুর জেলায় একটি চোরাচালান আইনে মামলা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, ২০০৯ সালে আবু সাঈদ মেহেরপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁর বিরুদ্ধে চোরাচালান আইনের একটি মামলা এজারভুক্ত হয়। এই মামলায় আবু সাঈদ অন্তত সাত মাস পর জামিনে আদালত থেকে ছাড়া পান। এরপর পরবর্তী অন্তত তিনবার তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন।
২০১০ সালের পর থেকে তিনি আর আদালতে হাজিরা দেননি। ২০১৭ সালে আদালত তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। ২০১০ সাল থেকে আবু সাঈদ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে ভিন্ন জায়গায় পালিয়ে থাকেন। অবশেষে গতকাল রাতে সিরাজগঞ্জের র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ প্রথমে ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে বাসাবাড়ি তৈরি করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ২০০৯ সালে ফেনসিডিলসহ আবু সাঈদ মেহেরপুর জেলায় গ্রেপ্তার হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা করা হয়। পলাতক থাকা অবস্থায় এই মামলার ২০১৭ সালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চোরাচালান আইনের মামলায় জামিনে বেরিয়ে ১৪ বছর পলাতক ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ তাঁকে শেরপুর থানায় হেফাজতে নিয়ে আসে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে মেহেরপুর জেলায় একটি চোরাচালান আইনে মামলা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, ২০০৯ সালে আবু সাঈদ মেহেরপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁর বিরুদ্ধে চোরাচালান আইনের একটি মামলা এজারভুক্ত হয়। এই মামলায় আবু সাঈদ অন্তত সাত মাস পর জামিনে আদালত থেকে ছাড়া পান। এরপর পরবর্তী অন্তত তিনবার তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন।
২০১০ সালের পর থেকে তিনি আর আদালতে হাজিরা দেননি। ২০১৭ সালে আদালত তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। ২০১০ সাল থেকে আবু সাঈদ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে ভিন্ন জায়গায় পালিয়ে থাকেন। অবশেষে গতকাল রাতে সিরাজগঞ্জের র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ প্রথমে ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে বাসাবাড়ি তৈরি করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ২০০৯ সালে ফেনসিডিলসহ আবু সাঈদ মেহেরপুর জেলায় গ্রেপ্তার হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা করা হয়। পলাতক থাকা অবস্থায় এই মামলার ২০১৭ সালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে