শিবগঞ্জ (বগুড়া), প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে এক ঘটকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটকের নাম শাহিনুর রহমান (৪৩)। পাত্র দেখানোর কথা বলে সে এক কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে। গতকাল শনিবার রাতে ৯৯৯-এ কল পেয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, গ্রেপ্তার শাহিনুর শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারক প্রামাণিকের ছেলে। ঘটনাপ্রবাহে উপজেলার মোকামতলা মহিলা কলেজের এক ছাত্রীর বাবার সঙ্গে পরিচয় হয় তার। সেই সূত্র ধরে পাত্র দেখানোর কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় ঘটক শাহিনুর।
জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালের দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে মেয়ের খোঁজ করতে থাকেন। মেয়ের সন্ধানে ঘটকের বাড়িতে গিয়ে ঘটককে না পেয়ে তাঁদের সন্দেহ হয়। এ সময় ঘটককে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, 'মেয়ের সন্ধান করতে গিয়ে একপর্যায়ে জানতে পারি, শিবগঞ্জ থানার রহবল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে নিয়ে আত্মগোপন করে আছে ঘটক শাহিনুর। এ খবর জানার পর গতকাল শনিবার রাতে আমরা সেখানে গেলে ঘটক আমাদের দেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মেয়েকে উদ্ধার এবং ঘটক শাহিনুরকে গ্রেপ্তার করে।'
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'শাহিনুরের বিরুদ্ধে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অপহৃত কলেজছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।'
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুরে মোকামতলা বন্দরের ভাই ভাই মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটক শাহিনুর ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটক শাহিনুর ভালো ছেলের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে এর আগে তিন নারীকে বিয়ে করেছে। কিন্তু পরে কেউ তার সংসার করেননি।
বগুড়ার শিবগঞ্জে এক ঘটকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটকের নাম শাহিনুর রহমান (৪৩)। পাত্র দেখানোর কথা বলে সে এক কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে। গতকাল শনিবার রাতে ৯৯৯-এ কল পেয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, গ্রেপ্তার শাহিনুর শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারক প্রামাণিকের ছেলে। ঘটনাপ্রবাহে উপজেলার মোকামতলা মহিলা কলেজের এক ছাত্রীর বাবার সঙ্গে পরিচয় হয় তার। সেই সূত্র ধরে পাত্র দেখানোর কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় ঘটক শাহিনুর।
জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালের দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে মেয়ের খোঁজ করতে থাকেন। মেয়ের সন্ধানে ঘটকের বাড়িতে গিয়ে ঘটককে না পেয়ে তাঁদের সন্দেহ হয়। এ সময় ঘটককে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, 'মেয়ের সন্ধান করতে গিয়ে একপর্যায়ে জানতে পারি, শিবগঞ্জ থানার রহবল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে নিয়ে আত্মগোপন করে আছে ঘটক শাহিনুর। এ খবর জানার পর গতকাল শনিবার রাতে আমরা সেখানে গেলে ঘটক আমাদের দেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মেয়েকে উদ্ধার এবং ঘটক শাহিনুরকে গ্রেপ্তার করে।'
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'শাহিনুরের বিরুদ্ধে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অপহৃত কলেজছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।'
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুরে মোকামতলা বন্দরের ভাই ভাই মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটক শাহিনুর ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটক শাহিনুর ভালো ছেলের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে এর আগে তিন নারীকে বিয়ে করেছে। কিন্তু পরে কেউ তার সংসার করেননি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে