নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর রাজশাহীতে দলটির দুই সমর্থককে আর্জেন্টিনার সমর্থকেরা মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে শহরের নতুন বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত দুই ব্রাজিল সমর্থক হলেন—মো. হোসাইন রিফাত (২২) ও তাঁর ভাই এহেসান রায়হান (২০)। তাঁদের বাবার নাম আবদুল কুদ্দুস। তিনি নৌবাহিনীতে চাকরি করেন। দুই ভাইকে মারধরের ঘটনায় তাঁদের মা লাবনী বেগম (৪০) নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লাবনী বেগম জানান, তিন-চার মাস আগে থেকে এলাকার কিছু ছেলের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাঁর দুই ছেলে ব্রাজিল ফুটবল দল সমর্থন করেন। আর যাদের সঙ্গে বিরোধ তাঁরা আর্জেন্টিনা দলের সমর্থক। রাতে বাড়ির পাশের মাঠে তাঁরা একসঙ্গেই খেলা দেখছিলেন। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার এক সমর্থক তাঁর ছোট ছেলে রায়হানের কানের কাছে গিয়ে বাঁশি বাজায়। এ সময় প্রতিবাদ করলে দুই ভাইকে মারধর করে আর্জেন্টিনার সমর্থকেরা।
লাবনী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা করে দুই ভাইকে উত্তেজিত করে প্রথমে মারধর করা হয়েছে। পরে তারা দৌড়ে বাড়ি পালিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। এ সময় ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা দুটি জানালা ও একটি দরজা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ভয়ে দুই ছেলেকে হাসপাতালে নিতে পারেননি লাবনী। বাড়িতেই তাদের চিকিৎসা করানো হয়েছে।’
জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর রাজশাহীতে দলটির দুই সমর্থককে আর্জেন্টিনার সমর্থকেরা মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে শহরের নতুন বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত দুই ব্রাজিল সমর্থক হলেন—মো. হোসাইন রিফাত (২২) ও তাঁর ভাই এহেসান রায়হান (২০)। তাঁদের বাবার নাম আবদুল কুদ্দুস। তিনি নৌবাহিনীতে চাকরি করেন। দুই ভাইকে মারধরের ঘটনায় তাঁদের মা লাবনী বেগম (৪০) নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লাবনী বেগম জানান, তিন-চার মাস আগে থেকে এলাকার কিছু ছেলের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাঁর দুই ছেলে ব্রাজিল ফুটবল দল সমর্থন করেন। আর যাদের সঙ্গে বিরোধ তাঁরা আর্জেন্টিনা দলের সমর্থক। রাতে বাড়ির পাশের মাঠে তাঁরা একসঙ্গেই খেলা দেখছিলেন। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার এক সমর্থক তাঁর ছোট ছেলে রায়হানের কানের কাছে গিয়ে বাঁশি বাজায়। এ সময় প্রতিবাদ করলে দুই ভাইকে মারধর করে আর্জেন্টিনার সমর্থকেরা।
লাবনী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা করে দুই ভাইকে উত্তেজিত করে প্রথমে মারধর করা হয়েছে। পরে তারা দৌড়ে বাড়ি পালিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। এ সময় ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা দুটি জানালা ও একটি দরজা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ভয়ে দুই ছেলেকে হাসপাতালে নিতে পারেননি লাবনী। বাড়িতেই তাদের চিকিৎসা করানো হয়েছে।’
জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে