বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টুকে (২৫) কুপিয়ে হত্যার আট মাস পর জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরতলীর ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর রহমান, কবির হোসেন, রবিউল ও বেজোড়া হিন্দুপাড়া এলাকার মো. রানা। তাঁরা টাইলস মিস্ত্রির কাজ করতেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় মানিক হোটেলে গ্রেপ্তার যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে হত্যা করে।
নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘটনার পরদিন ঝন্টুর বাবা আফজাল বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাওনা আড়াই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পনা করে ঘটনার দিন ঝন্টুকে ওই হোটেলে নাশতা করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার চারজন ঝন্টুর ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকে তারা সাভারে অবস্থান করছিল। সেখানে টাইলসের কাজ করত। গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।
বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টুকে (২৫) কুপিয়ে হত্যার আট মাস পর জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরতলীর ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর রহমান, কবির হোসেন, রবিউল ও বেজোড়া হিন্দুপাড়া এলাকার মো. রানা। তাঁরা টাইলস মিস্ত্রির কাজ করতেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় মানিক হোটেলে গ্রেপ্তার যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে হত্যা করে।
নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘটনার পরদিন ঝন্টুর বাবা আফজাল বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাওনা আড়াই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পনা করে ঘটনার দিন ঝন্টুকে ওই হোটেলে নাশতা করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার চারজন ঝন্টুর ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকে তারা সাভারে অবস্থান করছিল। সেখানে টাইলসের কাজ করত। গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে