চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা রফিকুল ইসলাম লফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—তা মিথ্যা ও বানোয়াট। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণির ছাত্রী তমা খাতুন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলা হচ্ছে। নিজেদের আত্মীয়স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’
উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একটি অংশ। ওই দিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা রফিকুল ইসলাম লফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—তা মিথ্যা ও বানোয়াট। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণির ছাত্রী তমা খাতুন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলা হচ্ছে। নিজেদের আত্মীয়স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’
উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একটি অংশ। ওই দিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে