শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১৪: ৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মো. রূপচান রনি (৩৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেলে উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। রূপচান রনি জামিনপুর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল রোববার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রনি। ধাওয়া করে ধরার পর তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়।

রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, রনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। 

গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির করা মামলায় রূপচান রনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত