বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে (১৮) গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁরই বন্ধুরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার রাতে শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের সাহানকে (২০) গ্রেপ্তার দেখানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা খেত থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে বন্ধু ছিল। তাঁরা এক সঙ্গে ঘোরাফেরা করত বলে পুলিশ জানায়। গ্রেপ্তার তিন যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে রিয়াজ গ্রেপ্তার কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেওয়ায় রিয়াজের সঙ্গে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেন। এতে কাউছার ক্ষুব্ধ হয়ে অপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে তাঁরা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করেন। তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে (১৮) গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তাঁরই বন্ধুরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার রাতে শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের সাহানকে (২০) গ্রেপ্তার দেখানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা খেত থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে বন্ধু ছিল। তাঁরা এক সঙ্গে ঘোরাফেরা করত বলে পুলিশ জানায়। গ্রেপ্তার তিন যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে রিয়াজ গ্রেপ্তার কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেওয়ায় রিয়াজের সঙ্গে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেন। এতে কাউছার ক্ষুব্ধ হয়ে অপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে তাঁরা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করেন। তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৫ দিন আগে