নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সুপারিশ করা লোককে চাকরি না দিয়ে স্কুল থেকে বিতাড়িত হওয়া রাজশাহী মহানগরীর গোলজারবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে স্কুলে ফিরতে পারবেন বলে আশা করছেন। তবে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনায় তিনি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এমনিতেই বিপদে আছি।’
সুপারিশ করা লোককে চাকরি না দেওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহানসহ তাঁর অনুসারীরা প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেন। এ সময় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ নিয়ে আজ শুক্রবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘এমপি না আসা পর্যন্ত প্রধান শিক্ষকের স্কুলে যেতে মানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার সময় মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান তাঁকে বলেছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এখন ঢাকায় আছেন। ১৩ ফেব্রুয়ারি তিনি রাজশাহী আসার পর এই স্কুলে আসবেন। এর আগে স্কুলে আসার দরকার নেই। এরপর প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
এ নিয়ে গতকাল সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি কি গভর্নিং বডির সভাপতি? আমি এই নির্দেশ দিতে পারি? আমার কথা কেন বলেছে, তা বলতে পারব না। তবে আমি মনে করি, এটা জটিল কোনো বিষয় না। সমাধান হয়ে যাবে।’
আজ শুক্রবার সকালে প্রধান শিক্ষক আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমপি বাদশা ভাই আমাদের মীমাংসা করে দিয়েছেন। সুষ্ঠু সমাধান যেটা হয়, করে দিচ্ছেন। তিক্ততা বাড়িয়ে লাভ নাই। কখনো কেউ চাইবেন না যে খুনোখুনি হোক, একটা মার্ডার হোক ঘটনাকে কেন্দ্র করে। এমনিই বিপদে আছি, ভাই। দোয়া করেন, আল্লাহ ভরসা, যেন একটু শান্তিতে থাকতে পারি।’
প্রধান শিক্ষক স্বীকার করেছেন, গতকাল তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এমপি ফজলে হোসেন বাদশা আসার আগে তাঁকে স্কুল আসতে নিষেধ করা হয় বলেও তিনি স্বীকার করেন। তবে এ নিয়ে কোনো অভিযোগ করতে চান না জানিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। মামলা-মোকদ্দমা, খুনোখুনি—এসব চাই না। রাতেই এরা আবার সবাই বসেছিল। এমপি সাহেবও আমার সঙ্গে কথা বলেছেন। কাল এরা যা করেছে, তা অন্যায়। আমি সবই এমপিকে বলেছি। রোববার থেকে স্কুল যাব আশা করছি।’
প্রধান শিক্ষক স্কুলে গেলে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা এলাকার বিষয়। এখন জনগণ যদি কোনো প্রতিবাদ করে, তাহলে তো আমি কিছু বলতে পারব না। ও তো এখানে স্কুলে শিক্ষকতা করতে আসেনি। ব্যবসা করতে এসেছে। অনিয়ম করে নিজের লোকজনকে চাকরি দিয়েছে।’
এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন। প্রধান শিক্ষক একাই অনিয়ম কীভাবে করলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি নাহান। স্কুলে নিয়োগে অনিয়ম এবং প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিষয়ে কথা বলতে আজ বিকেলে সভাপতি আবদুল মতিনকে ফোন করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার খুব ডায়রিয়া। এখনই বাথরুমে যাব। কথা বলতে পারব না ভাই।’ আগের দিন গতকাল ফোন করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলতে চাননি।
সুপারিশ করা লোককে চাকরি না দিয়ে স্কুল থেকে বিতাড়িত হওয়া রাজশাহী মহানগরীর গোলজারবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে স্কুলে ফিরতে পারবেন বলে আশা করছেন। তবে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনায় তিনি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এমনিতেই বিপদে আছি।’
সুপারিশ করা লোককে চাকরি না দেওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহানসহ তাঁর অনুসারীরা প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেন। এ সময় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ নিয়ে আজ শুক্রবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘এমপি না আসা পর্যন্ত প্রধান শিক্ষকের স্কুলে যেতে মানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার সময় মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান তাঁকে বলেছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এখন ঢাকায় আছেন। ১৩ ফেব্রুয়ারি তিনি রাজশাহী আসার পর এই স্কুলে আসবেন। এর আগে স্কুলে আসার দরকার নেই। এরপর প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
এ নিয়ে গতকাল সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি কি গভর্নিং বডির সভাপতি? আমি এই নির্দেশ দিতে পারি? আমার কথা কেন বলেছে, তা বলতে পারব না। তবে আমি মনে করি, এটা জটিল কোনো বিষয় না। সমাধান হয়ে যাবে।’
আজ শুক্রবার সকালে প্রধান শিক্ষক আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমপি বাদশা ভাই আমাদের মীমাংসা করে দিয়েছেন। সুষ্ঠু সমাধান যেটা হয়, করে দিচ্ছেন। তিক্ততা বাড়িয়ে লাভ নাই। কখনো কেউ চাইবেন না যে খুনোখুনি হোক, একটা মার্ডার হোক ঘটনাকে কেন্দ্র করে। এমনিই বিপদে আছি, ভাই। দোয়া করেন, আল্লাহ ভরসা, যেন একটু শান্তিতে থাকতে পারি।’
প্রধান শিক্ষক স্বীকার করেছেন, গতকাল তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এমপি ফজলে হোসেন বাদশা আসার আগে তাঁকে স্কুল আসতে নিষেধ করা হয় বলেও তিনি স্বীকার করেন। তবে এ নিয়ে কোনো অভিযোগ করতে চান না জানিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। মামলা-মোকদ্দমা, খুনোখুনি—এসব চাই না। রাতেই এরা আবার সবাই বসেছিল। এমপি সাহেবও আমার সঙ্গে কথা বলেছেন। কাল এরা যা করেছে, তা অন্যায়। আমি সবই এমপিকে বলেছি। রোববার থেকে স্কুল যাব আশা করছি।’
প্রধান শিক্ষক স্কুলে গেলে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা এলাকার বিষয়। এখন জনগণ যদি কোনো প্রতিবাদ করে, তাহলে তো আমি কিছু বলতে পারব না। ও তো এখানে স্কুলে শিক্ষকতা করতে আসেনি। ব্যবসা করতে এসেছে। অনিয়ম করে নিজের লোকজনকে চাকরি দিয়েছে।’
এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন। প্রধান শিক্ষক একাই অনিয়ম কীভাবে করলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি নাহান। স্কুলে নিয়োগে অনিয়ম এবং প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিষয়ে কথা বলতে আজ বিকেলে সভাপতি আবদুল মতিনকে ফোন করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার খুব ডায়রিয়া। এখনই বাথরুমে যাব। কথা বলতে পারব না ভাই।’ আগের দিন গতকাল ফোন করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলতে চাননি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে