রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্বে জাহিদ ও মুজাহিদ

রাবি প্রতিনিধি  
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯: ৪১
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২১: ৪৩
Thumbnail image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক বছরমেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ২টায় রাজশাহীর বিনোদপুরে শহীদ শরীফুজ্জামান নোমানী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেই সঙ্গে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি মনোনীত করে নাম ঘোষণা করেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম ও রাবির সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের ৮ দিনব্যাপী প্রকাশনা উৎসব প্রদর্শন করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দখল ও সিনিয়র-জুনিয়র মেইনটেইনের মধ্য দিয়ে একধরনের গোলামির সংস্কৃতি বিদ্যমান ছিল। তবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সব সময় মেধাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি পরিচালনার চেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো ধরনের গোলামির সংস্কৃতি চায় না। এ সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই।’

শিবির সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ পূর্বের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নবনির্বাচিত সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁদের কার্যক্রম চলমান ছিল। এ ছাড়া ঈদুল আজহায় আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে গোপনে মাংস বিতরণ এবং ভর্তি পরীক্ষা চলাকালে দেয়াললিখন কার্যক্রম পরিচালনা করেছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ্যে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত