উল্লাপাড়ায় কোটি টাকার পলিথিন ব্যাগসহ ছয়জন আটক

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১২: ৪১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১২। এসময় পলিথিন ব্যাগ বহনকারী তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বগুড়াগামী তিনটি ট্রাকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের চালান যাওয়ার খবর পায়। পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়।

আটককৃত পলিথিন ব্যাগের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ, ট্রাক ও আটকৃতদের পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত