ধঞ্চে গাছের পাতা কাটা নিয়ে সংঘর্ষ, বৃদ্ধার মৃত্যু 

প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)
প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১২: ৫১

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ধঞ্চে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মলেজান (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মলেজান উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হুরমত আলী স্ত্রী। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকায় শেফালি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে শ্যামপুর পশ্চিমপাড়ার বল্টুর ধঞ্চে খেত থেকে পাতা কেটে নিয়ে যায় কে বা কারা। ওই সময় মলেজানের ছেলের বউ শহিদা বেগমও বল্টুর খেতের পাশ থেকে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এতে বল্টুর স্ত্রী সন্দেহ করতে থাকেন মলেজানের ছেলের বউ শহিদা বেগমই ওই ধঞ্চে গাছের পাতা কেটে নিয়ে গেছেন। এই সন্দেহের জেরে শেফালী ছুটে আসেন প্রতিবেশী শহিদার বাড়িতে। এ সময় শেফালী তাঁর জমি থেকে ধঞ্চের পাতা কেটে এনেছে দাবি করলে শেফালী ও শহিদার মধ্যে তুমূল মারামারি  হয়। এতে শহিদার বৃদ্ধা শ্বাশুড়ি মলেজান মারামারি থামাতে গেলে প্রতিপক্ষের আঘাতে ইটের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, নিহতের গলায় ও কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় শেফালী নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত