জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে এক বিএনপি নেতার বিরুদ্ধে গভীর নলকূপ দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রামে। অভিযুক্ত গাজিউল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া মণ্ডলপাড়া গ্রামের উজির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
অভিযোগকারী আক্কাছ আলী একই গ্রামের মৃত বাদেশ আলী সরদারের ছেলে। তিনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে আবু সাঈদ, আব্দুর রহমান, হাফিজার রহমানসহ ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে এবং অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের রাতেই দলীয় প্রভাব খাটিয়ে গভীর নলকূপটি দখলে নেন গাজিউল ইসলাম। এ অবস্থায় ওই সেচ প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
আক্কাছ আলী জানান, তাঁর বাবা ১৯৯৮ সালে বিএডিসির কাছ থেকে ক্রয় সূত্রে গভীর নলকূপটির মালিকানা পান। সেই থেকেই কূপটি তাঁদের দখলে। বর্তমানে সেটির বিদ্যুৎ সংযোগ ও মিটারও তাঁর নামে।
৪-৫ মাস আগে গাজিউল ইসলাম কূপটি জোরপূর্বক দখলে নিয়ে সেচ কাজ পরিচালনা করছেন। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেক কৃষক।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গাজিউল ইসলাম। তিনি বলেন, ‘আমি ওই নলকূপের ১০ জন শেয়ারের মধ্যে একজনের কাছ থেকে একটি অংশ কিনে মালিকানা পাই। কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাকি ৯ জন অংশীদার ও আওয়ামী লীগ কর্মীরা দলীয় প্রভাব খাটায়। তাঁরা আমাকে আমার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে। এখন আইনগত ভাবে আমি কূপটি দখলে নিয়ে সেচ কাজ পরিচালনা করছি।’
এ প্রসঙ্গে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর নলকূপ দখলের বিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলমান। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাটে এক বিএনপি নেতার বিরুদ্ধে গভীর নলকূপ দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রামে। অভিযুক্ত গাজিউল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া মণ্ডলপাড়া গ্রামের উজির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
অভিযোগকারী আক্কাছ আলী একই গ্রামের মৃত বাদেশ আলী সরদারের ছেলে। তিনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে আবু সাঈদ, আব্দুর রহমান, হাফিজার রহমানসহ ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে এবং অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের রাতেই দলীয় প্রভাব খাটিয়ে গভীর নলকূপটি দখলে নেন গাজিউল ইসলাম। এ অবস্থায় ওই সেচ প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
আক্কাছ আলী জানান, তাঁর বাবা ১৯৯৮ সালে বিএডিসির কাছ থেকে ক্রয় সূত্রে গভীর নলকূপটির মালিকানা পান। সেই থেকেই কূপটি তাঁদের দখলে। বর্তমানে সেটির বিদ্যুৎ সংযোগ ও মিটারও তাঁর নামে।
৪-৫ মাস আগে গাজিউল ইসলাম কূপটি জোরপূর্বক দখলে নিয়ে সেচ কাজ পরিচালনা করছেন। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেক কৃষক।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গাজিউল ইসলাম। তিনি বলেন, ‘আমি ওই নলকূপের ১০ জন শেয়ারের মধ্যে একজনের কাছ থেকে একটি অংশ কিনে মালিকানা পাই। কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাকি ৯ জন অংশীদার ও আওয়ামী লীগ কর্মীরা দলীয় প্রভাব খাটায়। তাঁরা আমাকে আমার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে। এখন আইনগত ভাবে আমি কূপটি দখলে নিয়ে সেচ কাজ পরিচালনা করছি।’
এ প্রসঙ্গে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর নলকূপ দখলের বিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলমান। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪