নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে তাঁর বাড়ি। আদালতের পেশকার হেমন্ত বর্মণ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হেমন্ত বর্মণ জানান, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে ফিরছিল। তখন আসামি উজ্জ্বল তাকে জোর করে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন উজ্জ্বল। লোকলজ্জায় ওই কিশোরী কাউকে জানায়নি।
তবে ওই কিশোরীকে ধরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখেন। পরে তিনি পরিবারকে জানান। ঘটনা গ্রামে জানাজানি হলে ওই কিশোরী লোকলজ্জায় কীটনাশক পান করে। ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।
আদালতের পেশকার আরও জানান, মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীতে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে তাঁর বাড়ি। আদালতের পেশকার হেমন্ত বর্মণ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হেমন্ত বর্মণ জানান, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে ফিরছিল। তখন আসামি উজ্জ্বল তাকে জোর করে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন উজ্জ্বল। লোকলজ্জায় ওই কিশোরী কাউকে জানায়নি।
তবে ওই কিশোরীকে ধরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখেন। পরে তিনি পরিবারকে জানান। ঘটনা গ্রামে জানাজানি হলে ওই কিশোরী লোকলজ্জায় কীটনাশক পান করে। ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।
আদালতের পেশকার আরও জানান, মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে