জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৪২
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৪

জয়পুরহাটে মাদক মামলায় বাবু (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন। আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন তিনি।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল আসামি বাবু মাদক নিয়ে পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাট জেলা শহরের দিকে আসছেন। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বনখুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে আসামি বাবুর শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছে বিশেষ কায়দায় রাখা একটি পাইপের মধ্যে থেকে তিন লিটার ফেনসিডিল জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাবুকে গ্রেপ্তার করা হয়। 

ঘটনার দিনই পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বাদী হয়ে সদর থানায় মাদক মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি এবং যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত