জয়পুরহাট প্রতিনিধি
ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে