দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরে এক ব্যক্তি ভোরে স্ত্রীকে হত্যা করে রাতে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ বলছে, ‘মনোমালিন্যের জেরে’ হত্যাকাণ্ড ঘটিয়ে ওই ব্যক্তি সারা দিন ঘুমিয়ে ছিলেন।
গতকাল শুক্রবা রাত ১০টার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্ত্রীকে হত্যার কথা জানালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মনোয়ার হোসেনের (৩৩) সঙ্গে গত ২০ জানুয়ারি বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া আক্তার হাসির (২৭)।
‘দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তাঁরা দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে মনোমালিন্যের জেরে স্ত্রী সুমাইয়াকে গলা টিপে হত্যা করে লাশ ওয়্যারড্রোবের ভেতরে রেখে দেন মনোয়ার হোসেন। সারা দিন ঘুমিয়ে রাত সাড়ে ১০টায় কোতোয়ালী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন মনোয়ার। পরে পুলিশ গিয়ে সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করে।’
শেখ জিন্নাহ আরও বলেন, এ ঘটনায় সুমাইয়ার ভাই ইসাহাক আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মনোয়ারকে শনিবার আদালতে তোলা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
দিনাজপুর শহরে এক ব্যক্তি ভোরে স্ত্রীকে হত্যা করে রাতে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ বলছে, ‘মনোমালিন্যের জেরে’ হত্যাকাণ্ড ঘটিয়ে ওই ব্যক্তি সারা দিন ঘুমিয়ে ছিলেন।
গতকাল শুক্রবা রাত ১০টার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্ত্রীকে হত্যার কথা জানালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মনোয়ার হোসেনের (৩৩) সঙ্গে গত ২০ জানুয়ারি বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া আক্তার হাসির (২৭)।
‘দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তাঁরা দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে মনোমালিন্যের জেরে স্ত্রী সুমাইয়াকে গলা টিপে হত্যা করে লাশ ওয়্যারড্রোবের ভেতরে রেখে দেন মনোয়ার হোসেন। সারা দিন ঘুমিয়ে রাত সাড়ে ১০টায় কোতোয়ালী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন মনোয়ার। পরে পুলিশ গিয়ে সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করে।’
শেখ জিন্নাহ আরও বলেন, এ ঘটনায় সুমাইয়ার ভাই ইসাহাক আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মনোয়ারকে শনিবার আদালতে তোলা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে