প্রতিনিধি
বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ের বোদায় পান্না বেগম (২০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পান্নার বাবা রুহুল আমিন অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহম্পতিবার বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সমসের নগর এলাকায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। পান্না ওই এলাকার মালেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পান্নার সাথে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাটাকাটি হয়। এর ঘণ্টাখানেক পরে পান্না গলায় ফাঁস দিয়েছেন বলে তাকে মুমূর্ষু অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন তার স্বামী। আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন। এরপর পান্নার বাবা রুহুল আমিনকে খবর দেন মালেক। তিনি তাড়াতাড়ি হাসপাতালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল করে এবং ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পান্নার স্বামী আব্দুল মালেক দাবি করেন, কোনো কারণ ছাড়াই তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়েছে। ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিলে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বৃহস্পতিবার সকালে স্বামী মালেক ও শাশুড়ি মালেকা মারধর করে। এ সময় মামাশ্বশুরের ছেলে আলাল ও দুলাল আমার মেয়ের গলা টিপে ধরে। বিষয়টি সকালেই আমার মেয়ে ফোন দিয়ে আমাকে জানিয়েছিল। খবর পেয়ে ওইদিন দুপুরেই মেয়ের শ্বশুরবাড়িতে যাই এবং বিষয়টি মিটমাট করে স্বামী ও শাশুড়ির হাতে মেয়েকে তুলে দিয়ে বাড়ি ফিরি। এর কিছুক্ষণ পরেই জামাই ফোন দিয়ে আমাকে হাসপাতালে আসতে বলে। হাসপাতালে এসে জানতে পারি, মেয়ে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি আমার মেয়ের গলায় নখের দাগ দেখেছি। আমার মেয়েকে গলাটিপে হত্যা করা হয়েছে। আমার জামাই মালেক, শাশুড়ি এবং দেবর আলাল ও দুলাল পান্নাকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ের বোদায় পান্না বেগম (২০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পান্নার বাবা রুহুল আমিন অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহম্পতিবার বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সমসের নগর এলাকায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। পান্না ওই এলাকার মালেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পান্নার সাথে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাটাকাটি হয়। এর ঘণ্টাখানেক পরে পান্না গলায় ফাঁস দিয়েছেন বলে তাকে মুমূর্ষু অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন তার স্বামী। আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন। এরপর পান্নার বাবা রুহুল আমিনকে খবর দেন মালেক। তিনি তাড়াতাড়ি হাসপাতালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল করে এবং ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পান্নার স্বামী আব্দুল মালেক দাবি করেন, কোনো কারণ ছাড়াই তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়েছে। ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিলে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বৃহস্পতিবার সকালে স্বামী মালেক ও শাশুড়ি মালেকা মারধর করে। এ সময় মামাশ্বশুরের ছেলে আলাল ও দুলাল আমার মেয়ের গলা টিপে ধরে। বিষয়টি সকালেই আমার মেয়ে ফোন দিয়ে আমাকে জানিয়েছিল। খবর পেয়ে ওইদিন দুপুরেই মেয়ের শ্বশুরবাড়িতে যাই এবং বিষয়টি মিটমাট করে স্বামী ও শাশুড়ির হাতে মেয়েকে তুলে দিয়ে বাড়ি ফিরি। এর কিছুক্ষণ পরেই জামাই ফোন দিয়ে আমাকে হাসপাতালে আসতে বলে। হাসপাতালে এসে জানতে পারি, মেয়ে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি আমার মেয়ের গলায় নখের দাগ দেখেছি। আমার মেয়েকে গলাটিপে হত্যা করা হয়েছে। আমার জামাই মালেক, শাশুড়ি এবং দেবর আলাল ও দুলাল পান্নাকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে