ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে পাশবিক নির্যাতন করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর থেকে পলাতক রয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।
গত বুধবার বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ শহরবানু।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, ‘গত রোববার রাত ১০টায় স্থানীয় ফারুক ও রুবেলসহ বেশ কয়েকজন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা জানায় চেয়ারম্যান আমাকে ডাকছে। আমার নামে নাকি বিভিন্ন ধরনের অভিযোগ আছে। পরে তারা আমাকে একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে ইউপি চেয়ারম্যানসহ তার কয়েকজন ছেলে আমাকে মারধর করে। পরে চেয়ারম্যান আমার মাথার চুল কেটে দেয়। এ ঘটনা যদি কাউকে বলি তাহলে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। এরপর থেকে তিন দিন তারা আমাকে ও আমার স্বামীকে বাসায় আটকে রাখে।’
শহরবানু দুঃখ করে বলেন, ‘চেয়ারম্যান তো একজন নারী। কীভাবে নারী হয়ে তিনি আমার ওপর পাশবিক নির্যাতন চালায়, আপনারাই বিচার করেন!’
গৃহবধূর স্বামী হাছান বলেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমার স্ত্রীকে চেয়ারম্যানসহ তার সাঙ্গপাঙ্গরা মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে। আমি বাসায় ছিলাম না। এই সুযোগে তারা আমার স্ত্রীকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে গেছে। কী কারণে তারা আমার স্ত্রীকে মারপিট করল তা জানি না। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করেছি।’ হাছানের বাড়ি ওই ইউনিয়নের ইন্দ্রইল গ্রামে। পেশায় দিনমজুর।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর ফোন নম্বরে কলা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এক গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি টেলিনা সরকার হিমু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত বছর তৃতীয় ধাপের নির্বাচনে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন টেলিনা সরকার হিমু। এই ঘটনা ওই বেশ আলোচনায় আসে। কারণ বৃহত্তর দিনাজপুর জেলায় এর আগে কোনো নারী চেয়ারম্যান নির্বাচিত হননি।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে হিমু ভোট পেয়েছিলেন ৭ হাজার ৪৭৭। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী চৌধুরী চশমা প্রতীকে ভোট পান ৩ হাজার ৭০ ভোট।
টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল পীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আড়াই বছর আগে দুলাল হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে পাশবিক নির্যাতন করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর থেকে পলাতক রয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।
গত বুধবার বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ শহরবানু।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, ‘গত রোববার রাত ১০টায় স্থানীয় ফারুক ও রুবেলসহ বেশ কয়েকজন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা জানায় চেয়ারম্যান আমাকে ডাকছে। আমার নামে নাকি বিভিন্ন ধরনের অভিযোগ আছে। পরে তারা আমাকে একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে ইউপি চেয়ারম্যানসহ তার কয়েকজন ছেলে আমাকে মারধর করে। পরে চেয়ারম্যান আমার মাথার চুল কেটে দেয়। এ ঘটনা যদি কাউকে বলি তাহলে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। এরপর থেকে তিন দিন তারা আমাকে ও আমার স্বামীকে বাসায় আটকে রাখে।’
শহরবানু দুঃখ করে বলেন, ‘চেয়ারম্যান তো একজন নারী। কীভাবে নারী হয়ে তিনি আমার ওপর পাশবিক নির্যাতন চালায়, আপনারাই বিচার করেন!’
গৃহবধূর স্বামী হাছান বলেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমার স্ত্রীকে চেয়ারম্যানসহ তার সাঙ্গপাঙ্গরা মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে। আমি বাসায় ছিলাম না। এই সুযোগে তারা আমার স্ত্রীকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে গেছে। কী কারণে তারা আমার স্ত্রীকে মারপিট করল তা জানি না। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করেছি।’ হাছানের বাড়ি ওই ইউনিয়নের ইন্দ্রইল গ্রামে। পেশায় দিনমজুর।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর ফোন নম্বরে কলা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এক গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি টেলিনা সরকার হিমু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত বছর তৃতীয় ধাপের নির্বাচনে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন টেলিনা সরকার হিমু। এই ঘটনা ওই বেশ আলোচনায় আসে। কারণ বৃহত্তর দিনাজপুর জেলায় এর আগে কোনো নারী চেয়ারম্যান নির্বাচিত হননি।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে হিমু ভোট পেয়েছিলেন ৭ হাজার ৪৭৭। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী চৌধুরী চশমা প্রতীকে ভোট পান ৩ হাজার ৭০ ভোট।
টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল পীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আড়াই বছর আগে দুলাল হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪