রংপুর প্রতিনিধি
ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে এবং কার্যক্রমকে গতিশীল করবে।’
আজ বৃহস্পতিবার রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আখতার হোসেন বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিলে যাবে, সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হওয়ার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।’
জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে, তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বলে আমরা শুনেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরেও শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত পুরোপুরি পুনর্বাসনের আওতায় আনতে পারেনি। এই ব্যর্থতার জায়গা থেকে সরকার যেন শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে। এ ছাড়া আহতদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া ও হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে এবং কার্যক্রমকে গতিশীল করবে।’
আজ বৃহস্পতিবার রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আখতার হোসেন বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিলে যাবে, সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হওয়ার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।’
জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে, তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বলে আমরা শুনেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরেও শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত পুরোপুরি পুনর্বাসনের আওতায় আনতে পারেনি। এই ব্যর্থতার জায়গা থেকে সরকার যেন শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে। এ ছাড়া আহতদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া ও হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪