সিলেটে শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৯: ৫১

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে সিদ্দিক আহমদ নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ রোববার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। 

আদালতের পিপি নিজাম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্দিক আহমদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামে (ঢেউনগর)। 

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী আলিমা বেগমকে ছুরিকাঘাত করেন সিদ্দিক আহমদ। মেয়ের চিৎকার শুনে শাশুড়ি ফুলতেরা বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন সিদ্দিক। এতে ঘটনাস্থলেই মারা যান আলিমা। এ ঘটনায় আলিমার বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক খালেদ মিয়া। ২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলার ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত