সিলেটে বুথ থেকে চুরি হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার আরও ২ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেটে ডাচ্‌ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বুথ থেকে চুরি করা ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের নুরুল ইসলাম মুন্না (২৫)। এর আগে আলবাব হোসেন (২২) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আলবাব ও আমিনুল সিকিউরেক্স প্রতিষ্ঠানের কর্মকর্তা। 

তাঁদের মধ্যে আলবাবকে প্রথমে সিলেট নগরের শিবগঞ্জ পয়েন্ট থেকে ও আমিনুলকে ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারস্থ সিকিউরেক্স কোম্পানির অফিস এবং নুরুলকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে সিলেট মহানগর পুলিশের আম্বরখানা পুলিশ ফাঁড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ। 

তিনি জানান, লোভের বশবর্তী হয়ে তারা এই চুরি করে। তারা নেশা ও জুয়ায় জড়িত। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আলবাবের বসতঘর থেকে ১০ লাখ, নুরুলের বর্তমান ঠিকানা সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার স্বর্ণশিখা আবাসিক এলাকার বাসা থেকে ৫ লাখ ৩৫ হাজার এবং নুরুলের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার, আমিনুলের বসতঘর থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বাকি টাকার মধ্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে দিয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করে ফেলেছেন বলে জানান তিনি। 

আজবাহার আলী শেখ আরও বলেন, ‘আলবাব ও আমিনুল সিকিউরেক্স প্রতিষ্ঠানের এটিএম কর্মকর্তা। মুন্না আমিনুলের বন্ধু। তারা এর আগেও নারায়ণগঞ্জের আটটি এটিএম বুথ থেকে ৯ লাখ টাকা সরিয়েছে। যা ব্যাংক কর্তৃপক্ষ হয়তো এখনো জানেও না। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমান্ড আবেদন করব।’ 
 
এর আগে, গত ২৮ অক্টোবর রাতে সিলেট নগরের সুবিদবাজার এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপির) বিমানবন্দর থানায় কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন (২২) ও আমিনুল হককে (২৪) আসামি করে মামলা করেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোনের এটিএম বুথ ইনচার্জ সন্দীপন দাস। মামলার পরপরই পুলিশ আলবাবকে গ্রেপ্তার করে। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সিলেট নগরে ডাচ্ বাংলা ব্যাংকের সুবিদবাজারস্থ এটিএম বুথসহ অন্যান্য বুথে টাকা ভরা হয়। ৩০ অক্টোবর সকালে ঢাকা সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের অফিস থেকে জানানো হয়, সুবিদবাজারস্থ এটিএম বুথে ক্যাশ জ্যাম হয়েছে। খবর পেয়ে কোম্পানির সহকারী এটিএম অফিসার সুজন মিয়া ও সায়েম আহমদকে ওই দিন দুপুর ২টায় এই এটিএম বুথে সরেজমিনে পাঠানো হয়। 

তাঁরা পরীক্ষা করে দেখেন, এটিএম বুথের প্রিন্ট অনুযায়ী ২৭ লাখ ৭৫ হাজার টাকা বুথে জমা থাকার কথা থাকলেও মাত্র ১ লাখ ৪৩ হাজার টাকা রয়েছে। অর্থাৎ ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া গেছে। ঘটনাটি জানতে পেরে বাদী নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। 

৩১ অক্টোবর ডাচ্ বাংলা ব্যাংকের সিসিটিভি ফুটেজ অপারেটর এলে তাঁদের মাধ্যমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গত ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পরা উল্লেখিত বিবাদীরা এটিএম বুথের মেশিন খুলে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি করে ব্যাকপ্যাকে ভরে নিয়ে গেছেন। পরবর্তীতে তাঁরা নিশ্চিত হন যে, তাঁদের কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত