জৈন্তাপুরে ছেলের রডের আঘাতে মায়ের মৃত্যু 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৬: ০১
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬: ০৬

সিলেটের জৈন্তাপুরে ছেলে আবুল হাসনাতের (২৪) রডের আঘাতে মারা গেলেন মা আয়নব বিবি (৬০)। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউপির উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করেছে পুলিশ। নিহত আয়নব বিবি উত্তর মহাইল গ্রামের তজম্মুল আলীর স্ত্রী। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৭টায় ছেলে আবুল হাসনাতের সঙ্গে মা-বাবার সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। মা-বাবা তাঁদের দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে একমাত্র মেয়ের নামে দেওয়ায় আবুল হাসনাত ক্ষিপ্ত হয়ে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন মা আয়নব বিবি। পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়নব বিবিকে মৃত ঘোষণা করে। এদিকে নিহত আয়নব বিবির স্বামী তজম্মুল আলী মানসিক রোগী বলে জানিয়েছেন এলাকাবাসী। 

হত্যার বিষয়ে জানতে পেরে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্ব ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হত্যাকারী ছেলে আবুল হাসনাতকে আটক এবং স্থানীয় দরবস্ত বাজার থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলাম বাহার। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে হত্যাকারী ছেলেকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জৈন্তাপুর থানায় আনা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কী কারণে মাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত