বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের সাত গুরুত্ব

মো. আশিকুর রহমান
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮: ৪১
ছবি: সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, GST (General Science and Technology)-এর ভর্তি পরীক্ষায় সফলতা লাভের জন্য একমাত্র অধ্যয়নই শেষ নয়, বরং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের বিশ্লেষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রস্তুতি আরও সুসংগঠিত ও কার্যকর করতে পারেন। আজ আলোচনা করব, কীভাবে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্নের কাঠামো বোঝা

পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ শিক্ষার্থীদের জন্য প্রশ্নের ধরন, কাঠামো ও প্যাটার্ন বুঝতে সহায়ক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণত যে বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সেগুলোর প্রবণতা চিহ্নিত করা যায়। এ বিশ্লেষণ থেকে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য দিয়ে প্রস্তুতি নিতে পারেন।

আনুমানিক প্রশ্নের ধরন নির্ধারণ

বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে শিক্ষার্থীরা বুঝতে পারবেন, কোন ধরনের প্রশ্নের পুনরাবৃত্তি ঘটে, যেমন গণিত, ইংরেজি বা সাধারণ জ্ঞানের প্রশ্ন অথবা নৈর্ব্যক্তিক বা সৃজনশীল প্রশ্নের ধরন কীভাবে পরিবর্তিত হয়, তা চিহ্নিত করা যায়। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার ধরন ও প্রশ্নের কাঠামো সম্পর্কে সঠিক ধারণা পাবেন। তাঁদের ভর্তির প্রস্তুতি নিতে সুবিধা হবে।

মুখ্য বিষয়ে ফোকাস করা সহজ হয়

বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতির ফোকাস ঠিক রাখতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিষয়গুলো অধিক গুরুত্ব পায়, যেমন গণিতের কিছু নির্দিষ্ট সেকশন বা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে রসায়ন, তা জানার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের সময় ও শক্তি যথাযথ ব্যবহার করতে পারেন।

প্রশ্নের বৈচিত্র্য চিহ্নিতকরণ

পূর্ববর্তী প্রশ্নপত্র থেকে শিক্ষার্থীরা প্রশ্নের মান বুঝতে পারেন, কোন প্রশ্নগুলোর উত্তর সহজ আর কোনগুলো একটু কঠিন। এটি পরীক্ষার প্রস্তুতির জন্য কার্যকর কৌশল তৈরি করতে সাহায্য করে। এ ছাড়া প্রশ্নগুলোর বৈচিত্র্য, যেমন একাধিক উত্তরভিত্তিক (এমসিকিউ) প্রশ্ন, সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন কীভাবে আসে, তা বোঝা যায়, যা প্রস্তুতির কৌশলে সহায়ক।

সময় ব্যবস্থাপনা শেখা যায়

পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে শিক্ষার্থীরা প্রশ্নগুলোর জন্য সময়ের প্রয়োজনীয়তা বুঝতে পারেন। কোন প্রশ্নের উত্তর দ্রুত দেওয়া যায় আর কোনটি সময়সাপেক্ষ, এটি বুঝে সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করা যায়। এতে পরীক্ষার সময় চাপ কমে এবং সঠিকভাবে সময় বণ্টন করা যায়।

উন্নতি ও আত্মবিশ্বাস বাড়ানো

পূর্ববর্তী প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে প্রস্তুতি নেওয়ায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারেন, কীভাবে আগের পরীক্ষাগুলোর প্রশ্নের সঙ্গে মিল রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে হবে। নিয়মিত অধ্যয়ন ও বিশ্লেষণের মাধ্যমে এক ধাপ থেকে অন্য ধাপে উন্নতি লাভ করা তাঁদের জন্য সহজ হয়।

প্রশ্নের ধরন সম্পর্কে জানা

পূর্ববর্তী প্রশ্নপত্রের বিশ্লেষণ পরীক্ষার প্রবণতাগুলো চিহ্নিত করতে সাহায্য করে। কী ধরনের প্রশ্ন দীর্ঘ সময় ধরে পুনরাবৃত্তি হচ্ছে, কীভাবে প্রশ্নের কাঠামো সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে এবং কোন বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তা জানা যায়। এটি পরীক্ষার প্রস্তুতিকে আরও পরিকল্পিত ও কাঠামোবদ্ধ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত