ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বহালের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে খোলা চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানকে এ চিঠি দেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা-কর্মীরা বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির মতামতের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিনস কমিটি এবং সাধারণ ভর্তি কমিটির সভায় অ্যাজেন্ডার বাইরে গিয়ে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হলে সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়। এমনকি সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের একাডেমিক কমিটিতে ‘ঘ’ ইউনিট বহালের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত জানিয়ে একটি প্রতিবেদন একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। এসব মতামতকে উপেক্ষা করে সাধারণ ভর্তি কমিটির সভায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সম্মেলনে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের লঙ্ঘন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট একাডেমিক কমিটিগুলোর। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘ঘ’ ইউনিট বাতিল করা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশ পরিপন্থী।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘ঘ’ ইউনিট বাতিলের যৌক্তিক কোনো কারণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিট বাতিলের কোনো দাবিও জানায়নি। সালমান বলেন, ‘এটি পুরোপুরি অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা উপাচার্য বরাবর চিঠি দেব এবং সব অনুষদ ও বিভাগেও আমাদের এই খোলা চিঠি দেব। দাবি মেনে নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ, সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিক, প্রচার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ইউনিট বাতিল করে বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণয়নে ডিনস সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে এরই মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে। সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের একাংশ ‘ঘ’ ইউনিট বহালের দাবিতে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ গঠন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বহালের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে খোলা চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানকে এ চিঠি দেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা-কর্মীরা বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির মতামতের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিনস কমিটি এবং সাধারণ ভর্তি কমিটির সভায় অ্যাজেন্ডার বাইরে গিয়ে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হলে সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়। এমনকি সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের একাডেমিক কমিটিতে ‘ঘ’ ইউনিট বহালের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত জানিয়ে একটি প্রতিবেদন একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। এসব মতামতকে উপেক্ষা করে সাধারণ ভর্তি কমিটির সভায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সম্মেলনে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের লঙ্ঘন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট একাডেমিক কমিটিগুলোর। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘ঘ’ ইউনিট বাতিল করা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশ পরিপন্থী।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘ঘ’ ইউনিট বাতিলের যৌক্তিক কোনো কারণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিট বাতিলের কোনো দাবিও জানায়নি। সালমান বলেন, ‘এটি পুরোপুরি অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা উপাচার্য বরাবর চিঠি দেব এবং সব অনুষদ ও বিভাগেও আমাদের এই খোলা চিঠি দেব। দাবি মেনে নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ, সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিক, প্রচার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ইউনিট বাতিল করে বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণয়নে ডিনস সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে এরই মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে। সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের একাংশ ‘ঘ’ ইউনিট বহালের দাবিতে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ গঠন করেছে।
রাজধানীর সরকারি সাত কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ হওয়ার আগপর্যন্ত এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে। আর পুরো কার্যক্রমের নজরদারিতে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্য।
৭ ঘণ্টা আগেবিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
১ দিন আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২ দিন আগে২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন ভর্তিচ্ছুক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ দিন আগে