এসএসসি–এইচএসসির ৪র্থ বিষয় পরিবর্তনের সুযোগ থাকছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৮: ৩৫

২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধন করতে পারবে না।

আজ সোমবার ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪র্থ বিষয় সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। আবশ্যিক বিষয় ও ৪র্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি–এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২১–এর ফলাফল নম্বর দেওয়া হবে। এ ক্ষেত্রে ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না। এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ৪র্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত